আশাশুনিতে কৃষক, শ্রমিক, দিনমজুরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন!
কৃষ্ণ ব্যানার্জী:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় এলাকার সাধারণ কৃষক, শ্রমিক, দিনমজুর ও শয্যাশায়ী ব্যক্তির নামে মামলা বাজ খায়রুল গাজী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়েছে।
সোমবার সকালে মিত্র তেঁতুলিয়া বাজারে তেঁতুলিয়া টু হোলদেপোতা সড়কে এলাকাবাসীর আয়োজনে এ দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাবেক ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপতিত্বে ও এলাকার শত শত নারী পুরুষের অংশ গ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন , আওয়ামী লীগ নেতা আবু সাঈদ মোড়ল, মুক্তিযোদ্ধা সন্তান মিজানুর রহমান মন্টু, আকবার ফকির, মোশাররফ খান, মাসুম বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলাবাজ খায়রুল গাজী কর্তৃক রাতের আধারে নিজে গাছ কর্তন করে সাধারণ কৃষক, শ্রমিক, দিনমজুর এমনকি ৮০বছর বয়সী শয্যাশায়ী ব্যক্তির নামে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। উক্ত মামলা প্রত্যাহার সহ দৃষ্টমূলক শাস্তির দাবি জানান বক্তরা। মানববন্ধন শেষে এলাকার শত শত সাধারণ মানুষ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
Please follow and like us: