মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা র্যালি ও আলোচনা
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫ বছর ও মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতায় ও স্বদেশ
আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা
সরকারি মহিলা কলেজের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাধব চন্দ্র দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, পত্রদূত সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিম, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউএন আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন, অধ্যাপিকা আশাকা সিদ্দিকা, মহিলা পরিষদের
জোৎন্স্যা দত্ত প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জাতিসংঘ কর্তৃক যে সনদে যে মানবাধিকরের কথা বলা হয়েছে। সেটা অনেক ক্ষেত্রে ব্যাত্রায় ঘটছে।এর আগে একটি র্যালি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ্একই স্থানে এসে শেষ হয়।
Please follow and like us: