দেবহাটায় জিআর মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার
দেবহাটা প্রতিনিধিঃ
জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আলী মোল্যা ওরফে শিমুল (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বেজোরআটি গ্রামের আমির আলীর ছেলে। বুধবার ভোররাতে দেবহাটা থানার এসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিমুল মেট্রো: বিশেষ ট্রাইব্যুনালের ২৫১/২২ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিমুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এব্যাপারে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, কোন ব্যাক্তির অপকর্মের দায়ভার বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বহন করবেনা। প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।