বিশ্বকাপ অবৈধ সম্প্রচার, নিষিদ্ধ ৫৫ মার্কিন ওয়েবসাইট
আন্তর্জাতিক ডেস্ক:
কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। গ্যালারিসহ টিভি পর্দার সামনে উপচে পড়া ভীড়। এর মধ্যে অনেক দর্শকই নানা কারণে স্টেডিয়াম কিংবা টিভি পর্দায় খেলা দেখতে পারেন না। তারা খেলা দেখেন ওয়েবসাইটে।
তবে এইসব ওয়েবসাইটের মধ্যে অনেকগুলোই অবৈধ। তারা নানাভাবে অনলাইনে খেলা দেখাচ্ছে। এ রকমই ৫৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার এক বিবৃতিতে মার্কিন আইন প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, ৫৫টি মার্কিন ওয়েবসাইট অবৈধভাবে খেলা সম্প্রচার করছে। এই কারণেই, ওয়েবসাইটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
ওয়েবসাইট বন্ধের বিবৃতিতে মার্কিন আইন বিভাগ জানায়, ‘আমাদের মনে হয়, এই ওয়েবসাইটগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও ম্যাচগুলো পুরোটাই সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সম্পত্তি। তাই এমন সিদ্ধান্ত নিতে হলো।’
এই মর্মে তারা আরো জানায়, ‘এই বিষয়টি পুরো সম্প্রচার শিল্পকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। অনেক বৈধ সম্প্রচারকারীই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই ওয়েবসাইটগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’