আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে যারা এগিয়ে
স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানের লড়াইয়ে চোখ বুলানো যাক। এই লড়াইয়ে কে এগিয়ে? কার জেতার সম্ভাবনা বেশি?
পরিসংখ্যানের প্রথমেই আসে ফিফা র্যাংকিং। এদিক থেকে হিসেব করলে আর্জেন্টিনাই এগিয়ে রয়েছে। আলবিসেলেস্তেরা র্যাংকিংয়ে আছে ৩ নম্বরে। অন্যদিকে ক্রোয়েশিয়া আছে ১২তম অবস্থানে।
মুখোমুখি লড়াইয়ে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। এর আগে পাঁচবার পরস্পরের মোকাবেলা করেছে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, দুটিতে জয় ক্রোয়েশিয়ার। একটি ম্যাচ হয়েছে ড্র।
বিশ্বকাপের মঞ্চেও দুই দলের দেখা হয়েছে দুইবার। এখানেও সমানে সমান জয় দুই দলের। ১৯৯৮ সালে প্রথম দেখায় আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। পরে সর্বশেষ দেখায় ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেদের।
এদিকে কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও ম্যাচ হারেনি ক্রোয়েশিয়া। গ্রুপ স্টেজে এক জয় ও দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রাখে ক্রোয়েশিয়া। এরপর শেষ ষোলোতে জাপান ও সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে আর্জেন্টিনা কাতার যাত্রা শুরু করে ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে। এরপর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয়ে পা রাখে শেষ ষোলোতে। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়া ও কোয়ার্টারে নেদারল্যান্ডসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে মেসিরা।