আশাশুনিতে আ.লীগের সহযোগি সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনিতে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা যুবলীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। যুবনেতা আমিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, শেখ রাসেল পরিষদের সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, মহিলা মেম্বর মারুফা খাতুন প্রমুখ। প্রধান অতিথি এসএম হোসেনুজ্জামান বলেন, ঢাকায় নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনের সদস্যদের উপর যারা বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিৎ। আগষ্ট মাস ও বিজয়ের মাস ডিসেম্বর আসলেই তারা ষড়যন্ত্র শুরু করে। এতে প্রমান করেছে তারা পূর্বে কখনও স্বাধীনতার পক্ষে ছিলেন না এবং এখনও নাই।