কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ
কামরুল হাসান:
কলারোয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। “ফাস্ট ফুডের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ৩টার দিকে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
কলারোয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। “ফাস্ট ফুডের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ৩টার দিকে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবর রহমান, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক শামছুল হক, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, তজিবুর রহমান, রীনা রাণী পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও সুধিবৃন্দ। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৫টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের (শিক্ষার্থীদের) প্রদর্শিত প্রজেক্টের বিচারে জুনিয়র ও সিনিয়র গরুপের ৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
Please follow and like us: