আরেকবার মেসির কাছে হার মানলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথটা নতুন নয়। প্রায় দেড় দশক ধরে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কাতার বিশ্বকাপেও থেমে নেই দুজনের লড়াই। এবার আরেকবার মেসির কাছে হার মানলেন পর্তুগিজ তারকা। ভেঙ্গে দিয়েছেন রোনালদোর রেকর্ড। চলতি বিশ্বকাপেই যেটা গড়েছিলেন রোনালদো।
কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন রোনালদো। এটা তার বিশ্বকাপ ক্যারিয়ারে সপ্তম ম্যাচসেরার পুরস্কার ছিল। এর মধ্যে দিয়ে গড়ে ফেলেছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোতেই সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন মেসি। আহমাদ বিন আলী স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে করেছেন দারুণ এক গোল। এছাড়াও পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন।
ম্যাচে ৯০টি নির্ভুল পাস,সবচেয়ে বেশি শট ও সুযোগ তৈরি করেছেন মেসিই। দলকে জেতাতে যা যা করা দরকার সব করেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এমন পারফর্ম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটাও তার দখলেই গেছে। তাতে গড়ে ফেলেছেন রেকর্ডও।
রোনালদোর সাত ম্যান অফ দ্য ম্যাচ ছাপিয়ে মেসি পৌঁছে গেছেন বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিক থেকে অনন্য অবস্থানে। বর্তমানে তার ম্যাচসেরার পুরস্কার আছে ৮টি। ৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে অবস্থান করছেন নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন।
এই ম্যাচে অবশ্য গোলের দিক থেকেও পর্তুগিজ তারকাকে ছাড়িয়েছেন তিনি। বর্তমানে মেসির বিশ্বকাপ গোলের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯-এ। রোনালদোর বিশ্বকাপে গোল ৮-টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের পর চলতি বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা দাঁড়াল ৩। তাতে করে গোল্ডেন বুটের দৌড়ে আবারও তিনি চলে এসেছেন শীর্ষে।