সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এগিয়ে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক:
চলতি কাতার বিশ্বকাপে দারুণ সূচনা করেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয়ে আসর শুরু করেছে তারা। সেই সুখস্মৃতি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানের খেলায় অবশ্য এগিয়ে রয়েছে ব্রাজিল।
বিশ্বকাপে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। যদিও আজ নেইমার নেই। কাতারের রাজধানী দোহার ৯৭৪ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপে ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।
এই ম্যাচের আগে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ডও। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। নকআউট পর্বে পথে এগিয়ে যেতে খেলবে সুইসরাও। সুইজারল্যান্ড সহজ দল নয় ব্রাজিলের জন্য। কিন্তু কেন? একবার পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে দেখা হয়েছিল দুই দলের। সেবার কৌটিনহোর গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। সুইসরা আটকে দিয়েছিল সেলেসাওদের। এর আগে ২০১৩ সালে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড (১-০)।
দু’দলের সবশেষ চারটা লড়াইয়ে পরিসংখ্যান অবশ্য সুইজারল্যান্ডেরই পক্ষে। চার ম্যাচের দুই ম্যাচে জয় পেয়েছে সুইসরা, একটিতে করেছে ড্র। ব্রাজিল জয় পেয়েছে এক ম্যাচে। সবমিলিয়ে অবশ্য ব্রাজিলই এগিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ড্র করেছে চার ম্যাচে।
আরেকটা কথা হলো, ব্রাজিল কখনোই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। এখন পর্যন্ত দুইবারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল-সুইজারল্যান্ড। তবে কি আজ বাংলাদেশ সময় রাত ১০টার এই ইতিহাস বদলাবে?