সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে
নিউজ ডেস্ক:
অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পাবে।
এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় এবং সর্বনিম্ন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।