বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার-এমপি এসএম জগলুল হায়দার
শ্যামনগর:
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বলে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। তিনি শ্যামনগর মহসিন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে।
তিনি শনিবার সকালে সোনার মোড়স্ত এ কে ফজলুল হক এমসিএ কলেজের স্হাপন ও পাঠদানের অনুমতি পাওয়া সুধি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ একে ফজলুল হক, সম্মানিত অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর কলেজ পরিদর্শক কে এম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর রহমান, মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ওসমান গনি, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন ৮ নং ইশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী,সাবেক অধ্যক্ষ আশেক ই লাইহি, কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান,ও নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন প্রমূখ।
সুধী সমাবেশে আরো উপস্হিত ছিলেনা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, সংরক্ষিত সদস্য শিল্পী রানী শ্যামনগর থানার ওসি তদন্ত সানোয়ার হোসাইন মাসুম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সাংবাদিক ও সুধিজন এবং ছাত্র /ছাত্রী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন ও প্রভাষক মানেবেন্দ্র দেবনাথ।
Please follow and like us: