সহকারী শিক্ষিকার মামলায় কারাগারে প্রধান শিক্ষক
নিউজ ডেস্ক:
ফরিদপুরর বোয়ালমারীতে সহকারী শিক্ষিকা স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ঐ মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ।
মামলার বাদী সহকারী শিক্ষিকা পপি খানম প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের স্ত্রী। গ্রেফতার মাহাবুবুরের বাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে। পপি খানম উপজলার কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মাহাবুবুর রহমান ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, ফরিদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন পপি। ওই মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী পপি খানম বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো সে। এ জন্য ২০১৯ সালে একবার মামলা করি। তখন জেলা শিক্ষা অফিসার স্যারের মধ্যস্থতায় ওই বছরই মামলা তুলে নিই। নির্যাতন বন্ধ না হওয়ায় ২০২২ সালের জুলাইয়ে আবারো ফরিদপুর আদালতে মামলা করি। পরে আদালত বিষয়টির তদন্তভার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পাঠান। ইউএনও বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আমার স্বামীর নাছোড়বান্দা মনোভাবের কারণে ইউএনও তদন্ত প্রতিবেদন দিয়ে দেন।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, মাহাবুবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।