বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহ জাবির সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্বার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের (৫১)।
রোববার স্বজনরা বিপ্লবের মরদেহ শনাক্ত করেছে।
নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।
এর আগে গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ্জাহান আলী।
তিনি বলেন, শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিহতের স্বজনরা। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা।
শাহ্জাহান আলী বলেন, অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।