কলারোয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
কামরুল হাসান :
কলারোয়ায় বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা প্রশাসন আয়োজিত এ উদ্ভাবনী মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। মেলায় ৪টি প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়।
প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা(ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়।
মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়।
এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, অধ্যাপক আবু নসর, অধ্যাপক আবু বকর ছিদ্দীক, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিক্ষা কর্মকর্তা রোকোনুজ্জামান, সোনালী ব্যাংক কর্মকর্তা রফিকুল আলম মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এছাড়া, অনুষ্ঠানে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
Please follow and like us: