ছবিতে বছরের শেষ চন্দ্রগ্রহণ
নিউজ ডেস্ক:
বছরের শেষ চন্দ্রগ্রহণের স্বাক্ষী হয়েছে বিশ্ব। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসার বিরল এ দৃশ্য দেখা গেছে বাংলাদেশের আকাশেও। এটি ছিল চলতি বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৬ মে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ‘ব্লাড মুনের’ এ ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকশিল্পীরা।
আগামী প্রায় আড়াই বছরের জন্য এটিই ছিল শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কারণ পরের চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের ৭ সেপ্টেম্বর আরো একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব।
Please follow and like us: