কুল্যায় মোবাইল কোর্টে জরিমানা ও মালামাল বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুধ ব্যবসায়ীদেরকে জরিমানা ও মালামাল বিনষ্ট করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে ইউনিয়নের কচুয়া ঘোষ পাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের উদ্যোগে কচুয়া ঘোষ পাড়ায় দেব প্রসাদের বাড়িতে ও সহদেব ঘোষের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দুধের সাথে অপদ্রব্য ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশিয়ে অখাদ্য তৈরি করতে দেখতে পাওয়া যায়। বিজ্ঞ আদালত দেব প্রসাদ ও সহদেবের বাড়ি থেকে ২০ কেটি ফ্যাট ক্রিম, ২ লিটার সোয়াবিন তেল, ৪টি বেলেন্ডার মেশিন আটক করে বিনষ্ট করা হয়। সাথে সাথে দেব প্রসাদকে ৪০০০ টাকা ও সহদেবকে ২০০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, জেলা নিরাপদ খাদ্য বিভাগের মোখলেছুর রহমান। এসময় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ও ক্যাব সদস্য সাকিবুর রহমান।