সাতক্ষীরায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শহর প্রতিনিধি:
সাতক্ষীরায় এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার আড়াইটার দিকে সদর সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুরে।
স্থানয়ীরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার শিশু কন্যা প্রথম শ্রেণির ছাত্রী ও তার একই বয়সী খালাতো বোনকে নিয়ে তার দাদার দোকানে ভাত নিয়ে যাচ্ছিল। প্রথম শ্রেণির ওই ছাত্রী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে একই এলাকার মোসেল শিশু কন্যাকে ডাক দেয়। এ সময় প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বিদ্যালয়ের পিছনে একটি বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।তার চিৎকারে খালাতো বোন ঘটনাস্থলে পৌছলে লম্পট পালিয়ে যায়।
Please follow and like us: