এপিএস কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও জেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার প্রতাপনগরের আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা (এপিএস) ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান এবং পুনঃ নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় কলেজ চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, আশাগুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), গভর্নিং বডির সদস্য প্রাক্তন ইউপি চেয়ারম্যান নূরুল আলম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ রশিদ, ফিংড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শিকারী, প্রভাষক তৌহিদুর রহমান, বিদায়ী শিক্ষার্থী রমজান আলী, হালিমা খাতুন কেয়া ও একাদশ শ্রেণির ছাত্র শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ১৮২ জন এইসএসসি পরীক্ষার্থীকে ফুলের মালা দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।