সাতক্ষীরায় প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ান দের উপস্থিতিতে প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত।

এক্মি ও ইউএসআইডি এর সহযোগিতায় ফিড দি ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, এসিডিআই/ভোকা-এর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের অদুরে অবস্থিত বেসরকারি অগ্রগতি রিসোর্টে উক্ত কর্মশালা অনুষ্ঠিত।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ. বি. এম. আব্দুর রউফ সভাপতিতে ও এক্মি’র সহকারী বিক্রয় ব্যবস্থাপক তবারক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা: শেখ আজিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুকেন্দু শেখর গায়েন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মোঃ হাসান ইমাম, এক্মি’র ভেটেরিনারি মার্কেটিং ও সেলস সমন্বয়ক রাশিদুর রহমান রনজু প্রমূখ।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। যার সরাসরি উপকারভোগী হবেন গবাদি পশুর খামারী, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)