যশোরের ঝিকরগাছা কাশিপুর ব্যাংদা সীমান্তে ১০৬পিস স্বর্ণের বারসহ ১জন আটক
স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারী ১০৬ পিস স্বর্ণের বারসহ আটক হয়েছে।
সোমবার (১৮ই অক্টোবর ২০২২) বেলা ১টার দিকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর ব্যাংদা সীমান্তে বাঁশতলার মোড়ে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাকে আটক করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
আটক সাজু আহমেদ যশোর জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর মুক্তারপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর ব্যাঙ্কদা এলাকা দিয়ে বিপুল পরিমাণে স্বর্ণের একটি চালান ভারতের দিকে যাচ্ছে।
এ সময়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিভুক্ত বিজিবি ক্যাম্পের দায়িত্বে প্রাপ্ত হাবিলদার মোঃ নুর আলম মিয়াকে সাথে নিয়ে যশোর কাশিপুর এলাকার বাঁশতলা মোড়ে অভিযান চালিয়ে সাজু আহমেদকে আটক করা হয়। পরে তার দেহে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১০৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। আটককৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।