নামিবিয়াকে অল্প রানেই আটকে দিলো নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিল নামিবিয়া। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হাত খুলে খেলতে পারলো না তারা। তাদেরকে অল্প রানেই আটকে দিয়েছে প্রথম পর্বে জয় পাওয়া আরেকদল নেদারল্যান্ডস।
মঙ্গলবার গিলংয়ে টস জিতে ব্যাটিং বেছে নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ব্যাটিংয়ে নেমেই অবশ্য শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকার দ্বীপরাষ্ট্র দেশটি। তবে সেই বিপদে কাটিয়েও বেশিদূর যেতে পারেনি।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানের মামুলি সংগ্রহ পেয়েছে তারা।
ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শুন্য রানে বিদায় নেন ডিভান লা কক। এরপর আরেক ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেন জুটি বাধেন তিনে নামা স্টেফান বার্ডের সঙ্গে। দুজন মিলে প্রাথমিক বিপদটা কাটিয়ে ওঠেন। পঞ্চম ওভারে লিঙ্গেন ২০ রানে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি।
এরপর উইকেটে এসে কোনো রান না করে বিদায় নেন জ্যান নিকোল লফটি ইটন। দলকে পঞ্চাশের ঘর পার করার খানিকবাদে ১৯ রান করে একই পথ ধরেন স্টেফানও। তাতে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে নামিবিয়া।
এরপর অধিনায়ক এরাসমাসকে নিয়ে একটা জুটি গড়েন আগের ম্যাচের নায়ক জ্যান ফ্রাইলিঙ্ক। দুজন মিলে ওয়ানডে স্টাইলে খেলে দলকে পার করান শত রানের ঘর। দলীয় শতক হবার কিছুক্ষণ পরই অবশ্য ১৯তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন ফ্রাইলিঙ্ক।
আউট হবার আগে ৪৮ বলে ১ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে যান ফ্রাইলিঙ্ক। তিনি আউট হবার এক বল পরই একই পথ ধরেন এরাসমাসও।
আর তাতেই দলীয় সংগ্রহের চাকাও থেমে গেছে অল্প রানের ঘরে! ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানের মামুলি সংগ্রহ পেয়েছে নামিবিয়া।