তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ: তামিম
স্পোর্টস ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এ কথা জানান। তবে কোন তিন ম্যাচ জিতবে দল সেটা তিনি বলেন নি।
র্যাংকিংয়ে সেরা আটে থাকায় এবার বিশ্বকাপে প্রথম পর্বে খেলতে হচ্ছেনা বাংলাদেশের। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল।
২৪ অক্টোবর প্রথম পর্বের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
এর আগে ক্রীড়াবিষয়ক একটি সাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে। যদি তিন ম্যাচ জিততে পারি আমরা, তাহলে আমি খুব খুশি হব। আর আমাদের এই তিন ম্যাচ জেতার সামর্থ্যও আছে।’
বাংলাদেশের তিন ম্যাচ জেতার সামর্থ্য নিয়ে তিনি তার মতের ব্যাখ্যাও দিলেন।
তামিম বলেন, ‘আমি জানি, কারণ আমি তাদের সঙ্গে খেলি। মানুষ টি-টোয়েন্টিতে আমাদের যতটা খারাপভাবে আমরা ততটা খারাপ না। আমরা যদি প্রথম দুই ম্যাচের মধ্যে একটা জিততে পারি, তাহলে আমাদের খেলার মোড় ঘুরিয়ে দেবে।’
তামিম মনে করেন প্রত্যেকটা খেলোয়াড়েরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে।
তামিম বলেন, ‘আপনি বলতে পারেন যে আমাদের খেলোয়াড়রা বিগ হিটিংয়ে ব্যর্থ। তবে আপনি যদি পোলার্ড ও আফিফের দিকে তাকান তাহলে বিষয়টা লক্ষ্য করবেন। পোলার্ড তার মিস হিটেও ছক্কা হাঁকাতে পারে। কিন্তু আফিফ তা পারে না। কিন্তু আফিফ এমন কিছু শট মারার সামর্থ্য রাখে যা পোলার্ড পারে না। আমি এই দুজনকে কম্পেয়ার করছি না, তবে আমি শুধু ধারণা দিলাম যে আমাদের খেলোয়াড়রাও ভিন্ন কিছু করার সামর্থ্য রাখে।’