খুলনায় বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা কৃষক দলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি :
খুলনায় বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা কৃষক দলের উদ্যােগে প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ই অক্টোবর) শনিবার বেলা ১২ টায় শহরের আমতলা সংলগ্ন নিরিবিলি সেন্টারে সাতক্ষীরা জেলা কৃষক দলের আয়োজনে জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দল কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহ ওসমান আলী বিশ্বাস।
জেলা কৃষক দলের আহবায়ক রবিউল ইসলাম রবির পরিচালনায় প্রধান বক্তা খুলনা বিভাগ কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন, সহ-বন পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক, শ্যামনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ কৃষক দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগ যে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা কৃষক দল সেখানে যোগ দান করবে, শুধু খুলনা বিভাগীয় গণ সংযোগ নয় বিএনপি যখন যে আনন্দলনের ডাক দিবে সদা সর্বদা কৃষক দল প্রস্থুতি আছে। বক্তরা বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন।