মৎস্য নীতিমালা বাস্তবায়নের দাবীতে শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের মানববন্ধন
অনাথ মন্ডল, শ্যামনগর:
শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের উদ্যোগ ও বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবসে দুর্যোগ ঝুঁকি হ্রাসে লনাক্ততার আগ্রাসন কমাতে উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র লবণ পানির ব্যবহার বন্ধ এবং লবণ পানির মৎস্য চাষের ক্ষেত্রে মৎস্য নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় প্রতিবছর লবণ পানিতে চিংড়ি চাষ বৃদ্ধি পাচ্ছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠা এসব ঘেরের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাওয়াসহ বিরূপ প্রভাবে জমি হারাচ্ছে উর্বর শক্তি। সাথে সাথে অপরিকল্পিতভাবে মাছ চাষ করার কারনে ক্রমেই জলাবদ্ধতার কবলে পড়ছে গোটা উপজেলা।
ইতিমধ্যে উপজেলার অনেক গুরুত্বপূর্ণ খালে নেট পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ফলে খাদ্য শষ্যের ঘাটতি দেখা দেয়ার পাশাপাশি এলাকার জীব বৈচিত্র এখন হুমকির মুখে। তার পরও প্রভাবশালী ঘের মালিকদের কারসাজি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চিংড়ি নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন সম্ভব হয়ে উঠেনি।
এসময় বক্তারা চিংড়ি নীতিমালা বাস্তবায়নের জোর দাবী জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুল হক সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সদস্য সচিব আনিছুর রহমান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, জগবন্ধু কয়াল’ আনিসুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান’ মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি প্রদীপ কুমার দীপ, কাশিমাড়ি ইউনিটের সাধারণ সম্পাদক ইমরান হোসেন নুরনগর ইউনিটের সাধারণ সম্পাদক অরুপ দেবনাথ সহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবী বৃন্দ।
Please follow and like us: