তালায় আন্তর্জাতিক সংস্থা নদী পরিদর্শন
তালা প্রতিনিধি :
তালায় শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিপল্স ।সাতক্ষীরা এবং খুলনা জেলার তালা ও ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে নদীটি প্রবহমান । সোমবার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ সাজ্জাত, সাধারণ সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,উত্তরণের মনিটারিং অফিসার এস হাসান আব্দুল্লাহ রাফাত, প্রজেক্ট অফিসার দিলীপ সানা,সিজিআই তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় এলাকাবাসী বলেন, শালতা নদী আমাদের জীবনের সাথে মিশে আছে। নদী না বাঁচলে আমরা বাঁচবোনা, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবোনা। এ নদী খননের সুফল আমরা বেশিদিন ভোগ করতে পারলাম না। নিয়মনীতি না মেনে খনন সম্পন্ন করায় পলি এসে ভরাট হয়ে গেছে। তারা আরও বলেন, নদীর সাথে সংযোগ খালগুলো খনন না করলে প্রকল্পের কার্যকারিতার সুফল এ অঞ্চলের জনসাধারণ ও প্রকৃতি পাবে না ।
Please follow and like us: