বড়দলে প্রতিবন্ধী আমজাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে জমি ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে নানা হয়রানী ও ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ষড়যন্ত্রের শিকার প্রতিবন্ধী আমজাদ হোসেন সকলের সহযোগিতা কামনা করেছেন।
আমজাদ হোসেন একজন অসহায় প্রতিবন্ধি। বুড়িয়া মৌজায় এসএ ৩৫ ও হাল ৬৩ নং খতিয়ানে, এসএ ২৫৫ ও হাল ৭০৫ নং দাগের রেকর্ডীয় মালিক ভগবান মন্ডলের নিকট থেকে ২০/৬/৮১ তাং ৪৫৩০ নং রেজিঃ কোবলা দলিলে ফিলিফ আচারী, বেনি আচারী ও সঞ্জীত আচারী সাড়ে ১২ শতক জমি ক্রয় করেন। পরে সঞ্জীত আচারী ও বেনি আচারী তাদের অংশ আমজাদের পিতা বাবর আলির কাছে বিক্রয় করেন।
বাবর আলীর ছেলে আমজাদ, নজরুল ও রওশন আরা বাবর আলীর নিকট থেকে ৬ শতক জমি ক্রয় করেন। নজরুল ও রওশনারা তাদের অংশ পরে আমজাদ হোসেনের কাছে বিক্রয় করায় আমজাদ আলি ৬ শতক জমির মালিক হন এবং তার পিতা বাবর আলী তার নামীয় সাড়ে ৬ শতক জমি বড় পুত্র আমজাদ হোসেনকে বাচনিক বন্দোবস্ত প্রদান করেন। সেই থেকে আমজাদ হোসেন সবমিলে সাগে ১২ শতক জমির মালিক হয়ে সেখানে সীমানা নির্ধারন করে ঘেরাবেড়া দিয়ে বসত ঘর ও দোকান ঘর নির্মান করে শান্তিপূর্ণ দখলে থাকেন।
সেখানে গাছগাছালিও লাগানো হয়। প্রতিপক্ষ আলী আজম সানা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকলে আমজাদ হোসেন ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নালিশী আদালত ‘গ’ অঞ্চলে ৩৬৭/৯৯ নং মামলা করেন। এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যামান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে আপোষ মিমাংসার ব্যবস্থা করলে সীমানা নির্ধারন পূর্বক পাকা প্রাচীর নির্মান, ঘর, দোকান ও গাছগাছালি লাগিয়ে ভোগ দখল করে আসছেন।
কিন্তু প্রতিপক্ষ আলী আজম সানা চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তকে তুয়াক্কা না করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও তাকে উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে তিনি আইন আদালত, আইন প্রয়োগকারী সংস্থাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।