পুজো মানে

পুজো মানে

             -মহাদেব দাশ

পুজো মানে- হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া
একটু ঘোরাঘুরি।
পুজো মানে- মন্ত্র পড়া, অঞ্জলি দেয়া
নেই কোন ছলচাতুরী।
পুজো মানে- ধ্যান কুড় কুড় বাজনা বাজে
উৎসবের আয়োজন।

পুজো মানে- গুড়–ম গুড়–ম, ডিজি গানের
নেই কোন প্রয়োজন।
পুজো মানে- কেনাকাটা, নতুন জামা
আর ছোটদের আবদারি
পুজো মানে- মায়ের কাছে সন্তানের
নেই কোন বাহাদুরি।

পুজো মানে- হাসিখুশি, খেলাধুলা
সোনামণির বায়না
পুজো মানে- সাজুগুজু, লাল জুতো
পছন্দসই খেলনা।

পুজো মানে- আনন্দ উল্লাস, মাতামাতি
থাকতে হবে উপবাসি
পুজো মানে- একমনে এক-ধ্যানে
খেতে হবে নিরামিষই।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)