দেবহাটায় বাইসাইকেল থেকে রাস্তায় পড়ে চালকের মৃত্যু
রঘুনাথ খাঁঃ
বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় রাস্তায় পড়ে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সঞ্জয় কুমার মৃধা ৪৫। তিনি দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত পরেশ মৃধার ছেলে।
সুবর্ণাবাদ গ্রামের সুদীপ মৃধা জানান, তার কাকা সঞ্জয় কুমার মৃধা বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে টিকেট বাজারে যাচ্ছিলেন। বাজারের কিছুটা আগে তিনি সাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।
দেবহাটা থানার উপপরিদর্শক মোঃ অহিদুজ্জামান সঞ্জয় মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: