বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ কর্মসূচি-২২ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি :
বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ কর্মসূচি-২২ উদযাপন উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্বেচ্চাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম, সিডিও, বেসরকরী প্রতিষ্ঠান বারসিক।
সংবাদ সম্মেলনে, সিডিওর সমন্বয়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন লিখিত বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ কর্মসূচি পাঠ করেন।
সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটিস টিমের সমন্বয়ক রায়সুল ইসলাম,বাসরিকের প্রোগ্রাম অফিসার রাম কৃষ্ণ জোয়ারদার ও বাবলু জোয়ারদার লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ক্লাইমেট এ্যাকশন সামিট ডে অনুষ্ঠিত হবে।
এই দিনকে সামনে রেখে পৃথিবীব্যাপী বিশ্ব জলবায়ু কর্মসপ্তা-২২ পালন করা হবে। বেসরকারী গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় ঝুঁকিপূর্ণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের উন্নয়নে এসএসএসটি, সিডিও, এবং স্থানীয় যুব সমাজ শ্যামনগর উপজেলা এবং সাতাক্ষীরা জেলায় নানাবিধ কর্মসূচী পালন করবে। এই উপলক্ষে ২০ হতে ২৭ সেপ্টেম্বর ২২ পর্যন্ত নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী উক্ত কর্মসূচীতে সকল সাংবাদিকদের সহযোগীতা ও উপস্থিত কামনা করেছেন। সংবাদ সম্মেলনে শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সিডিও এবং বারসিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: