চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামী আজগার আলীকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
ছয় লাখ টাকা ধার নিয়ে চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামী আজগার আলীকে খুজে বেড়াচ্ছে পুলিশ। গত ২৬ জুলাই সাতক্ষীরার আমলী আদালত- ২ এর বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার বিবরনে জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নলতা গ্রামের মোছাঃ জরিনার কাছ থেকে নগদ ছয় লাখ টাকা নিয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ,নলতা শাখার ১৫ ডিসেম্বরের একটি চেক দেন একই উপজেলার চালতাবাড়িয়া গ্রামের মোঃ সিরাজ গাজীর ছেলে মোঃ আজগার আলী। চেক গ্রহীতা ১৫ ডিসেম্বর ব্যাংকে চেয়ে টাকা উত্তোলনের জন্য চেক জমা দিলে ওই হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা নেই বলে জানিয়ে দেওয়া হয়। বিষয়টি আজগার আলীকে জানিয়ে কোন লাভ না হওয়ায় ওই বছরের ২৩ ডিসেম্বর লিগ্যাল নোটিশ দেওয়া হয়।
চলতি বছরের পহেলা মার্চ মোছাঃ জরিনা বাদি হয়ে আজগার আলীর নাম উলেখ করে সাতক্ষীরার আমলী দ্বিতীয় আদালতে সিআর ১২৯/২২ নং মামলা দায়ের করেন। ১১ এপ্রিল আদালত আসামীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। গত ৩১ মে আসামী ঢাকায় অবস্থান করছেন মর্মে সমন জারিকারককে অবহিত করা হয়। একপর্যায়ে গত ২৬ জুলাই আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৮ সেপ্টেম্বর আদালত আসামী আজগার আলীকে বাংলাদেশের যে কোন জায়গা থেকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
এদিকে মামলার বাদি মোছাঃ জরিনা জানান, পাওনা টাকা না পেয়ে আজগারের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশে অভিযোগ করেছেন অনেকে। তার মামলায় গ্রেপ্তাারি পরোয়ানা থাকলেও সে বহাল তবিয়তে ঢাকায় অবস্থান করছে। তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুর®কৃত করা হবে।