হাড়ীভাঙ্গা গ্রামের অর্ধশত পরিবার জলাবদ্ধতায় নাকানি চুপানি খাচ্ছে
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামের অর্ধ শতাধিক পরিবার জলাবদ্ধার শিকার হয়ে নাকানি চুপানি খেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।
গ্রামের পয়ঃ নিস্কাশনের জন্য সু ব্যবস্থা নেই। বৃষ্টি নামলেই গ্রামের একটি অংশের পরিবার জলাবদ্ধতায় ভুগে থাকে। গত ৩দিনের একটানা বৃষ্টিপাতের ফলে পানি নিস্কাশনের অভাবে প্রায় অর্ধশত পরিবার পানি বন্দি হয়ে আছে। গ্রামের ঢালী বাড়ি থেকে শুরু করে তারক সরকারের বাড়ির সীমানা পযন্ত প্রায় ৫০ পরিবার পানিবন্দি হয়ে আছে। ভুক্তভোগি পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা জলাবদ্ধতার সমস্যায় ভুগে আসছে। বৃষ্টি মৌসুম আসলে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তারা চরম বিপদগ্রস্থ হয়ে পড়েন। বাড়ি থেকে বের হওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি বাচ্চাদের স্কুলে যাতয়াতসহ ঘন থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। এব্যাপারে ইউপি চেয়ারম্যানসহ জন প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।