থানা লুট ও কনস্টেবল হত্যা, ৩৫ বছর পর আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর থানায় আক্রমণ করে চরমপন্থিরা। এসময় তারা থানায় লুটপাট চালায় এবং এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
ফারজানা হক বলেন, গত ৩৫ বছর ধরে সাজাপ্রাপ্ত এই চরমপন্থি সদস্য সাইফুল পলাতক ছিলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Please follow and like us: