খুলনায় বাবা-ছেলেকে হত্যা: ১৭ জনের যাবজ্জীবন
নিউজ ডেস্ক:
খুলনার তেরখাদায় বাবা-ছেলে হত্যা মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। এ মামলায় খালাস পেয়েছেন আরো দুজন।
২০১৯ সালের ৭ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন নাঈমের বাবা ৫৫ বছর বয়সী পিরু মিয়া শেখ। ঘটনার পরদিন ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন নিহতের মা মাফুজা বেগম। এছাড়া আড়াই মাস পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পিরু মিয়া মারা যান। পরে মামলাটি জোড়া হত্যা মামলায় রূপ নেয়।