দেবহাটায় বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি-ল্যান্সিংয়ের দক্ষতা উন্নয়ন মূলোক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম দিনের প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জাইকা’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর তলিম হোসেন প্রমূখ। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোসাইটি (জাইকা)’র সহযোগীতায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে শুরু হওয়া ২৬দিনব্যাপী এ প্রশিক্ষণটিতে প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। প্রশিক্ষণের উদ্বোধনীতে বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণে এটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ। ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে উঠবে। এতে করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা আসবে বলেও উল্লেখ করেন বক্তারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)