সিলেটে ব্লাড দাতা দুই তরুণীকে ধর্ষকদের শাস্তির দাবিতে সাতক্ষীরা ব্লাড গুরুপের মানববন্ধন
অনলাইন ডেস্ক :
সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় দুই তরুণীকে হোটেলে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা আঞ্চলিক বন্ধু ব্লাড গ্রুপের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রবাসী আবু সাইদের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক বন্ধু ব্লাড গ্রুপ এডমিন আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসিক ভালো কাজ গুরুপের এডমিন হাসনুর রহমান হাসান, সাতক্ষীরা আঞ্চলিক বন্ধু ব্লাড গ্রুপ রেজওয়ান হোসেন, তমা আক্তার, রাবিয়া মনি, নাজমুল।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে বান্ধবীর ভাইকে রক্ত দিতে গিয়ে রাতভর হোটেল কক্ষে দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। নরপশুরা রাতভর ধর্ষণের পর ওই দুই তরুণীর কাছে জোরপূর্বক জবানবন্দিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখেছে। ঘটনার পর ওই দু’তরুণী হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার অভিযোগে মামলা হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।