তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বেচছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক :
তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে বিমান হামলা শনাক্তকারী রাডার সিস্টেম এবং আকাশপথে যুদ্ধবিমান বিধ্বংসী ও নৌ পথের যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির এ ঘোষণা এসেছে। সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফর করেন। এরপর থেকেই তাইওয়ানকে কেন্দ্র করে চীন-মার্কিন উত্তেজনা বেড়েছে। এমন সময় এই অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুব জরুরি। তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দেওয়া থেকে সরে আসার জন্য আমরা বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা চাই, এর পরিবর্তে তাইওয়ানের সঙ্গে অর্থবহ আলোচনায় অংশ গ্রহণ করুক চীন।’
তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে তাইওয়ান প্রশ্নে কংগ্রেসের উভয় দল সব সময় সমর্থন দিয়ে আসছে। তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদন শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে।