বড়দলে নসিমন স্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় আহত-৩
আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার বড়দলে গাঁজা খাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযান চালালেও অভিযুক্তদের আটক করতে পারেনি।
নসিমন গ্যারেজের ড্রাইভার ফকরাবাদ গ্রামের গ্রাম পুলিশ আকবর গাজীর ছেলে শরিফুল গাজী জানান, গ্যারেজের সিরিয়াল এবং প্যাসেঞ্জার নিয়ে আলাপ আলোচনা চলছিল।
এসময় হঠাৎ নাহিদ রানা বাবুর নেতৃত্বে মালেক গাজীর ছেলে আওলাদ গাজী, সিদ্দিক গাজীর ছেলে মোকলেস গাজী, রশিদ বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস, নুর ইসলামের ছেলে সাগর ও রশিদ গাজীর ছেলে সেলিম গাজীসহ আরো অনেকেই গত জাতীয় নির্বাচনের তৈরি করা নৌকা ভেঙ্গে পিছন দিক থেকে হামলা ছালায়। হামলায় ফকরাবাদ গ্রামের বেলায়েত গাজীর ছেলে শাহিনুর গাজী, আদিত্য মন্ডলের ছেলে মৃন্ময় মন্ডল ও মজিবর সরদারের ছেলে মইনুর সরদার রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে থানা পুলিশকে দেখিয়েূ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।