সাতক্ষীরা পৌরসভায় জম্মনিবন্ধনের ভুল সংশোধন করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতার সাইকেল চুরি, থানায় এজাহার
নিজস্ব প্রতিনিধি :
জম্মনিবন্ধনের ভুল সংশোধন করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতার সাইকেল চুরি হয়ে গেছে। গত ২৮ আগস্ট সকাল আনু. সাড়ে ১১ টায় সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরে এ সাইকেল চুরির ঘটনাটি ঘটে। ওই হারানো সাইকেল ফিরে পেতে ও অজ্ঞাত চোরদেরকে বিবাদী করে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে একটি এজাহার দায়ের করেন দক্ষিণ কাটিয়া এলাকার আতিয়ার রহমান গাইন এর ছেলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা পৌরসভার প্রাথমিক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন গাইন।
এজাহার সূত্রে জানা যায়, এক আত্মীয়’র জম্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য গত ২৮ আগস্ট সকাল আনু: সাড়ে ১১ টায় সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরে পৌঁছায় এবং একটি বাইসাইকেল (যার আনু: মূল্য ৪ হাজার টাকা) পৌরসভার মেইন ব্লিডিং এর উত্তর পাশের্^ রেখে ভিতরে প্রবেশ করেন তিনি। এর প্রায় ২ ঘন্টা পরে জম্মনিবন্ধন’র ভুল সংশোধন কাজ প্রাথমিকভাবে শেষ করে বাইরে বেরিয়ে দেখেন তার বাইসাইকেলটি নেই। ওই সাইকেলে বেসরকারি এনজিও গ্রামীণ ব্যাংকের সঞ্চয়ী বই ও ডিপিএস এর বই এবং তার বাড়ির চারটি তালার চাবিসহ একটি ব্যাগে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ছিল। তিনি আশংকা করছেন তার বাইসাইকেলটি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
সাতক্ষীরার থানার অফিসার ইনচার্জ স.ম. কাইয়ুম জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আলাউদ্দিন গাইন বাইসাইকেল চুরির ঘটনায় একটি এজাহার নিয়ে সকালে আমার কাছে এসেছিল। ওই এজাহারটি দেখে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে নির্দেশ দিয়েছি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মো. আলাউদ্দিন গাইন জানান, আমার কাছের বাহন বাইসাইকেল। ্ওই সাইকেল নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাজে বিভিন্ন দপ্তরেও যাই। কোনো দিন আমার সাইকেলের দিকে কারও নজর পড়েনি। অথচ গত ২৮ আগস্ট সকাল আনু. সাড়ে ১১ টায় সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তর থেকে আমার সাইকেলটি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। ্ওই দিন বাড়িতে পোঁছিয়ে একটি দেওয়াল ঘড়ি লাগাতে গিয়ে টুল থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলাম। চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক টিটমেন্ট নিয়ে এখন কিছুটা ভালো আছি। সেজন্য সাতক্ষীরা থানায় গিয়ে এজাহার দায়ের করিতে বিলম্ব হয়। এছাড়াও বাইসাইকেলটি উদ্ধারপূর্বক অজ্ঞাত চোরদের আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।