ট্রাম্পের আদর্শ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি : বাইডেন
অনলাইন ডেস্ক :
ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ)’ এজেন্ডার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে ওঠেছেন। পেনসিলভানিয়ায় এক ভাষণে তিনি বলেন, ‘এমএজিএ সমর্থকরা দেশকে পিছিয়ে নেওয়ার সংকল্প নিয়েছে।’
অন্যদিকে, শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি তাঁর দেওয়া ভাষণে বলেন, ‘জো বাইডেন তাঁর কথা ও কাজে আমেরিকার নিজস্ব স্বত্ত্বাকে আহত করছেন।’
মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুমাস আগে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে পরস্পরবিরোধী এধরনের বক্তব্য এলো।
বিট্রিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাতে এই ভাষণ দেন ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে, যেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষর হয়েছিল। ২০২০ সালের নির্বাচনে তাঁর থিম ‘আমেরিকার স্বত্তা’কে আলোকপাত করে তিনি বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর এমএজিএ এজেন্ডার অনুসারি রিপাবলিকানদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই, যারা এই দেশের জন্য হুমকি।’
বাইডেন বলেন, ‘ট্রাম্প সমর্থকরা গত বছর ইউএস ক্যাপিটলে নিজেদের দেশপ্রেমিক ভেবে হামলা করলেও সত্যিকার অর্থে তা ছিল দেশবিরোধী কর্মকাণ্ড। অনেকদিন থেকে আমরা নিজেদের বলে আসছি যে আমাদের গণতন্ত্রের গ্যারান্টি আছে, কিন্তু তা নয়, আমরা প্রত্যেকেই গণতন্ত্র রক্ষার জন্যে এখনও লড়াই চালিয়ে যাচ্ছি।’
অবশ্য এর প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্প তাঁর মেক আমেরিকা গ্রেট এগেইন শ্লোগানের পক্ষ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘বাইডেনই আমেরিকাকে হুমকির মুখে ফেলছেন।’
তবে, বাইডেনের ভাষণের সময় ব্যাঘাত ঘটাতে কেউ বুলহর্ণ ব্যবহার করছিল, যে কারণে তাঁকে দুবার থেমে যেতে হয়েছিল। যদিও এই ব্যাঘাত বিরক্তিকর হলেও এটাই গণতন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বাইডেন সম্প্রতি ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে বেশ ধারাল কথার আক্রমণ চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে তিনি রিপাবলিকানদের চরমপন্থি ও আধা-ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করেছিলেন।