বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ আউটসোর্সিং এসোসিয়েশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গবন্ধু ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে দারুস সালাম আর্কেড গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং এসোসিয়েশনের আয়োজনে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য জনাব কামরুজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান হাওলাদার।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আউটসোর্সিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মালিকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশের স্বাধীনতাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তার দুই কন্যা বেঁচে যাওয়ায় তাদের সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারেনি আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আজকে সরকারের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর হাজার হাজার লক্ষ লক্ষ জনবল নিয়োগ করা হচ্ছে কিন্তু এ সমস্ত ক্ষেত্রে যে ধরনের ঠিকাদার কে কাজ দেওয়া হচ্ছে তারা অধিকাংশই স্বাধীনতা বিরোধী অপশক্তি সরকারের স্বাধীনতা বিরোধী সরকারি কর্মচারীরা তাদের পছন্দমত ঠিকাদারকে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে কাজ দিচ্ছে যা সত্যিই খুব দুঃখজনক এই অপশক্তিকে রুখে দিতে না পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না অনুষ্ঠানের বিশেষ অতিথি মুজিবুর রহমান হাওলাদার বলেন, বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের একটি রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে ১৫ আগস্ট এর আজকের এই আলোচনা সভায় আমাদের শপথ নিতে হবে যারা এদেশের স্বাধীনতার চাইনি সার্বভৌমত্ব চাইনি সেই সমস্ত অপশক্তিকে এ দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে অনুষ্ঠানের সভাপতি কামরুজ্জামান সোহাগ বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পুনর্বাসন করা হচ্ছে এবং সরকারের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তাদেরকে ঢোকানো হচ্ছে যা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একনেকের মিটিং-এ বলেন, নতুন ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য পি পি আর আইন সংশোধন করতে হবে এবং একই ঠিকাদারকে বারবার কাজ না দিয়ে নতুন ঠিকাদারকে কাজ দেয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া স্বাধীনতা বিরোধী রাষ্ট্রের কর্মচারীরা স্বাধীনতা বিরোধীদের কে বারবার কাজ দিচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয় এই অবস্থা চলতে থাকলে আমাদের দেশ কার্যত অচল হয়ে যাবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে অতএব এখনই সময় এসেছে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করা, আর এ লড়াই হচ্ছে অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির লড়াই। এ লড়াইয়ে আমাদের বিজয় নিশ্চিত। এর আগে বাংলাদেশ আউটসোর্সিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।##———০২.০৯.২২——

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)