জ্বালানি তেলের দাম ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি
ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে।
সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ টাকা কমিয়ে প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের দাম ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেনের দাম ১৩০ টাকা নির্ধারন করা হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শিগগিরই জ্বালানি তেলের দাম সমন্বয়ের ইঙ্গিত দেন।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এর ২৪ দিনের মাথায় লিটারে ৫ টাকা কমানো হলো ডিজেল-কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম।
Please follow and like us: