সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাট মুন্ডাপাড়া ঘুরে গেলেন ঢাকার বিশিষ্টজনেরা, খোাঁজ খবর নেন সন্ত্রাসী হামলায় নিহত নরেন্দ্র মুন্ডসহ আহতদের পরিবারের
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মুন্ডাপাড়া ঘুরে গেলেন ঢাকার বিশিষ্টজনেরা। সোমবার বিকেল পৌনে ৪ টায় তারা মুন্ডাপাড়ায় গিয়ে গত ১৯ আগষ্ট সন্ত্রাসী হামলায় নিহত নরেন্দ্রনাথ মৃধা ও আহত তিন নারীর পরিবারের সাথে কথা বলেন।
বিশিষ্টজনেদের মধ্যে ছিলেন, আদিবাসী কাকস সদস্য সঞ্জীব দ্রং, তার সহধর্মিণী মিতালী থিসিম, কপেন ফাউন্ডেশনের সদস্য পল্লব চাকমা, এলএআরটি সদস্য রফিকুল ইসলাম, ডেইলিস্টারের সাংবাদিক সাজ্জাত হোসেন, প্রথম আলোর এক সময়কার দাপুটে সাংবাদিক হাসান হাবিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা প্রমুখ।
নিহত নরেন্দ্রনাথ মুন্ডর ছেলে ফণীন্দ্র নাথ মুন্ডা জানান, ঢাকা থেকে আগত বিশিষ্টজনেরা সোমবার বিকেলে তাদের পাড়ায় এসে তাদের জমি কিভাবে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে হস্তান্তর হলো তা জানতে চান।
এক পর্যায়ে গত ১৯ আগষ্ট সকালে তাদের উপর বর্বরোচিত হামলার ঘটনার বর্ণনা শুনে তারা আতকে ওঠেন। হামলাকারিদের রাজনৈতিক পরিচয় দিতে যেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলায় শুনে তারা হতাশ হন।
এমনকি এতবড় ঘটনায় শুধুমাত্র চারজন আসামী গ্রেপ্তার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পরে তারা পিছিয়ে পড়া জনগোষ্টীর সদস্য হিসেবে তাদেরকে সার্বিক সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।
একপর্যায়ে সঞ্জীব দ্রং তার (ফণীন্দ্র নাথ মুন্ডার) মায়ের হাতে নগদ ৫ হাজার ও আহত তিন নারী সদস্যের হাতে দুই হাজার টাকা করে তুলে দেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রাতে তারা মুন্সিগঞ্জের একটি গেষ্ট হাউজে অবস্থান করবেন। মঙ্গলবার তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মুন্ডা স¤প্রদায়ের নিয়ে কথা বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।