‘মেসিকে চোট দিলে তোমাকে মেরেই ফেলব’ আগুয়েরো
স্পোর্টস ডেস্ক:
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ায় সব দল জেনে গেছে কে কার প্রতিপক্ষ। জেনে গেছে পিএসজিও। জুভেন্তাস, বেনফিকা, মাকাবি হাইফা আর পিএসজি পড়েছে ‘এইচ’গ্রুপে। এই গ্রুপের প্রতি দর্শকদের আলাদা আকর্ষণ থাকবে।
ড্রয়ের সময় আগুয়েরো ছিলেন লাইভ স্ট্রিমে। সেখানেই তিনি প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। যখন লিওনেল মেসির পিএসজির বিপক্ষে অটামেন্ডির বেনফিকার খেলা নিশ্চিত হলো, তখন অন্যরকম এক প্রতিক্রিয়া দেখান আগুয়েরো। মেসিকে চোট দিলে মারার হুমকিই দিয়ে বসলেন অটামেন্ডিকে।
২০২০ সালের জুনে স্ট্রিমিং জগতে এসেছিলেন আগুয়েরো। এরপর থেকে ফুটবল জগতের বিভিন্ন বিষয়ে রসবোধসম্পন্ন প্রতিক্রিয়া দেখিয়ে খেলোয়াড়ি জীবনের মতো খ্যাতিই অর্জন করেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
গত রাতেও স্ট্রিমিংয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন আগুয়েরো। যখন জানতে পারলেন মেসি আর ডি মারিয়ার মুখোমুখি সাক্ষাত হয়ে যাচ্ছে অটামেন্ডির, তখন আর্জেন্টাইন ডিফেন্ডারকে জানিয়ে দিলেন তাদের প্রতি বাজে ট্যাকলের পরিণতি।
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা মেটানোর চেষ্টা এবার করবে আলবিসেলেস্তেরা।
তবে মেসি আর ডি মারিয়ার থাকা না থাকায় অনেকটাই নির্ভর করছে আকাশি সাদাদের এই স্বপ্নপূরণের সম্ভাবনা। সে কথাটা আগুয়েরো জানেন খুব ভালো করেই। সে কারণেই তার সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থকে সতর্কবার্তা ।
আগুয়েরো বলেন, ‘পিএসজি, জুভেন্তাস, বেনফিকা… অটামেন্ডিকে বেশ কয়েকটা কঠিন লড়াইয়ে পড়তে হবে।’ এরপরই তার হুট করে মনে পড়ল, তার আরও দুই সতীর্থ মেসি আর ডি মারিয়ারও মুখোমুখি হতে হবে অটামেন্ডিকে।
তার পর আগুয়েরো বললেন, ‘উপস, তার তো লিওর (মেসি) মুখোমুখি হতে হবে! তাকে মোটেও চোট দেবে না তুমি, নাহয় তোমাকে মেরেই ফেলব। অটা (অটামেন্ডি), বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই কিন্তু!’
এরপর ডি মারিয়া প্রসঙ্গটাও মাথায় খেলে গেল তার। আগুয়েরো এরপর বললেন, ‘অহ! তার তো ফিদেয়োর (ডি মারিয়া) সামনেও পড়তে হবে! হচ্ছেটা কী এখানে!’