বুধহাটার বেউলায় মন্দিরের টাইলস ভেঙ্গে ক্ষয়ক্ষতি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে মন্দিরের বারান্দার টাইলস ভেঙ্গে মন্দিরে নিক্ষেপ করে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ আগষ্ট) সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
বেউলা শ্রীশ্রী শ্যামাকালি মন্দির ১২০৯ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। প্রাচীন এই মন্দিরটির এলাকায় সুপরিচিতি রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকণ্ঠ রাহা, প্রাক্তন সভাপতি বিশ্বনাথ সরকার, পুজারী অধীর ঢালী ও পুরোহিত নারায়ন চক্রবর্ত্তীসহ উপস্থিত ব্যক্তিবর্গ জানান, সোমবার সকাল ৯.৩০ টায় পুরোহিত নারায়ন চক্রবর্ত্তী মন্দিরে এসে পুজার কাজ সম্পন্ন করে ১০ টার দিকে চলে যান।
বেলা ১ টার দিকে বেউলা গ্রামের নিতাই সরদার পুজা দিতে গিয়ে দেখেন মন্দিরের বারান্দার টাইলস ভাঙ্গা ও ভেঙ্গে ফেলান টাইলস এর টুকরো মন্দিরের মধ্যে ছুড়ে ফেলান রয়েছে। তিনি বিষয়টি অধীর ঢালীকে অবহিত করলে তিনি কমিটির সদস্যদেরকে জানান। তখন বিষয়টি জানাজানি হয়। বিভিন্ন সূত্রে জানাগেছে, মন্দির চত্বরে উঠতি বয়সী কিছু ছেলেরা সন্দেহমূলক ভাবে ঘোরাফেরা ও অবস্থান করে থাকে। গাছের ফলাদি পেড়ে নেয়াসহ মাদক ব্যবহারের ঘটনাও তারা ঘটিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিহাবুল ইসলাম শিহাব ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি এখনই তদন্ত কাজ শুরু করবেন এবং ঘটনা উদঘাটনে চেষ্টা করবেন বলে জানান। এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ও আলতাফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।