ক্লাস ফাঁকি দিয়ে টিকটক, ৩ ছাত্রীকে ছাড়পত্র
অনলাইন ডেস্ক :
ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে টিকটক করার অভিযোগে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাড়পত্র পাওয়া তিন শিক্ষার্থীই নবম শ্রেণির ছাত্রী। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।
তিনি জানান, নবম শ্রেণির ওই তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটকে ব্যস্ত থাকত। এ ছাড়া শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারফরম্যান্সও ন্যূনতম ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে দেখাই এবং তিন ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়।
Please follow and like us: