কলারোয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
কামরুল হাসান।।
কলারোয়ায় নানা আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় তুলসীডাঙ্গা গোয়ালঘাটা দুর্গা পূজা মন্দির প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলন ও ভজনগীতির মধ্য দিয়ে শুভসূচনা করা হয়েছে-শুভ উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবতী।
দুপুর ২ টার সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সভাপতিত্বে এবং অধ্যাপক কাত্তিক চন্দ্র মিত্রের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা, ওসি(তদন্ত) হাফিজুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক রামলাল দত্ত, যুগ্ম আহবায়ক আনন্দ ঘোষ, অর্থসচিব হরেন্দ্রনাথ রায়, সদস্য সচিব অর্জুন পাল,মাষ্টার নিরান্জন ঘোষ, উওম কুমার ঘোষ, রনজিৎ ঘোষ, সুনিল সাহা, সন্তোষ পাল, সহকারী অধ্যাপক অসিম ঘোষ, পরিতোষ বিশ্বাস, যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাস এবং ছাত্র ঐক্য পরিষদ কলারোয়া উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল দাশ ও সাধারণ সম্পাদক গোপাল কুমার ঘোষ বাবু, আদিত্য কুমারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দ।
অপরদিকে, উপজেলার শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও শ্যামসুন্দর কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়৷ শুভ সূচনায় অতিথি হিসাবে উপস্থিত সনাতন ধর্মীয় নেতা সুজিত গোস্বামী ও সুপ্রসাদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় নাম সংকীর্তন ও সকাল ১০ টায় মনিরামপুরের সুবোধ চন্দ্র দাসের পরিবেশনায় পদাবলী কীর্ত্তন পরিবেশন করা হয়। বেলা ৩ টায় অসংখ্য নারী, পুরুষ ও শিশু- কিশোরদের উপস্থিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বেলা ৪ টার দিকে আলোচনা সভা শেষে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও দশের মঙ্গল কামনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উপদেষ্টা গোষ্ট চন্দ্র পাল।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়ের নেতা সুনীল দাস, সনাতন স্বেচ্ছাসেবক পরিষদের নেতা নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্মীয় নেতা মাস্টার প্রদীপ পাল, অসিত ঘোষ, জীবন ঘোষ, প্রকাশ হালদার, হরিকান্ত পাল, মাস্টার দিলীপ পাল, আনন্দ মোহন রায়, জগবন্ধু রায় সহ সকল নেতৃবৃন্দ।
Please follow and like us: