তালায় শর্ট সার্কিটে আইনজীবির বাড়িতে আগুন
তালা প্রতিনিধি:
তালার খলিষখালীতে বিদ্যুৎতের শর্ট সার্কিটে ম্যাধমে আগুন লেগে এক আইনজীবির বাড়ির ৫ লক্ষটাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার খলিষখালী গ্রামে মধু সুদন দাশের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটানায় কেউ হতাহত হয় নাই। মধুসূদন দাশ খলিষখালী গ্রামে মকুল দাশের ছেলে।সে সাতক্ষীরা জর্জকোটে আয়কর আইনজীবি হিসাবে কর্মরত।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাড়িতে বিদ্যুৎতে আগুনের অগ্নিশিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকে । পরিবর্তীতে এলাকাবাসী সাতক্ষীরা পল্লীবিদ্যুৎকে ঘটনাটি জানিয়ে আগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। বাড়ির মালিক মধুসুদন দাশ জানান, আমি বাড়িতে এসে দেখি টিভি, ফ্রিজ, আসবারপত্র সহ নগদ টাকা পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।বর্তমানে আমি আমার পরিবারের নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করছি।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নি কান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: