শ্যামনগরের গাবুরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগর উপকূলের গাবুরা ইউনিয়নে অন্তঃসত্ত্বা গৃহবধূ কে শ্বাসরোধ করে হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় গাবুরার ০৫ নং ওয়ার্ডের পার্শ্বেমারী এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষক জি.এম রুহুল কুদ্দুস।
মানববন্ধনে বক্তারা বলেন, আশরাফুন্নেছা (৩৮) কে রাতের আঁধারে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং হত্যাকারী তার স্বামী মো. শফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলামের ২য় স্ত্রী ফুলমতি বিবি (৩৫) (আশরাফুন্নেছার সতীন) এই দুজনকে আমরা ফাঁসি চাই। আমরা ওইদিন ভোরবেলা গৃহবধূ কে হত্যার পর তার বাসা থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত দা, কুড়াল সহ এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে শ্যামনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু কয়েকমাস অতিবাহিত হলেও এই কুলাঙ্গার শফিকুল উপযুক্ত শাস্তি পায়নি। আমরা তাদের উভয়কেই ফাঁসির দাবি জানিয়ে এই সমাবেশ থেকে মহামান্য আদালতের কাছে বিচার প্রার্থনা করছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মে ২০২২) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ৬ সন্তানের জননী, অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে তার স্ত্রীকে হত্যা করেছেন। তবে শফিকুলের পরিবার এটিকে আত্মহত্যা বলে প্রথমে প্রচার করে। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। শফিকুল ইসলাম শফি বর্তমানে সাতক্ষীরা জেল হাজতে রয়েছেন।
Please follow and like us: