কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আলিফ নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া চেয়ারম্যানপাড়ার বটতলা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শিশু আলিফ বোয়ালিয়া গ্রামের রাশিদুল ইসলাম মিন্টুর
ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ওই সময় ছেলেটি তার দাদির সাথে পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় কলারোয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত ভ্যান শিশুটির বুকের উপর উঠিয়ে দিয়ে পার্শ্ববর্তী স্থানে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির দাদি রাশিদা খাতুন জানান, বাড়ির পাশের পুকুরে আলিপকে গোসল করাতে নিয়ে যাওয়ার সময় দৌড়ে পারাপারের সময় এক যাত্রীবাহি ভ্যানের নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আলিফ মারা গেছে বলে জানিয়ে দেন। সে তার মায়ের একমাত্র ছেলে বলেও দাদি জানান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মৃধা শিশুটির মৃত্যুর বিষয়টি শিশ্চত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: