অভয়নগরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক। অতঃপর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় রাঙারহাট বাজারের পার্শ্ববর্তী বাংলালিংক ও রবি মোবাইল কোম্পানির টাওয়ারের তালা ভেঙ্গে চুরি করার সময়ে হাতেনাতে ধরা পরেছে জিসান আহম্মেদ জয় নামের এক চোর।
এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা ও টাওয়ার কতৃপক্ষ।
আটক (চোর জয়) বউ বাজার এলাকার ডলার রশিদের পুত্র।স্থানীয় জনতা ও টাওয়ার কতৃপক্ষ বরাত দিয়ে জানা যায়,
রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দুইটার সময় কয়েকজন এসে টাওয়ারের ঘরের তালা ভেঙ্গে ব্যাটারি ও মুল্যবান জিনিসপত্র চুরি করছিল এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধরতে গেলে চোরদের সঙ্ঘবদ্ধ দল ওই এলাকার মৃত গফফার শেখের পুত্র লিটনকে অঘাত করে পালিয়ে যেতে সক্ষম হলেও জয়কে ধরে ফেলে জনগন।
এসময় জনগন তাদের উত্তম মাধ্যম (গণপিটুনি) দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। জানাগেছে তাকে ছারাতে মরিয়া হয়ে উঠেছে চোর চক্রের সদস্য ও তাদের গডফাদাররা। উল্লেখ্য ইতিপূর্বে ওই টাওয়ারে
দু’ বার চুরি হয়েছে। সাধারনের দাবি এই চোর চক্রই চুরি করেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৫ আগস্টের বিভিন্ন কর্মসূচির কারনে আমি থানার বাইরে আছি থানায় গিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।
Please follow and like us: